বিভক্তিহীন নাম পদকে বলা হয়-
সাধিত শব্দ
প্রাদিপাদিক
নাম শব্দ
শব্দ ক্রিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: বিভক্তিহীন নাম পদকে বলা হয়-
ব্যাখ্যা:
বিভক্তিহীন নাম পদকে বলা হয় - প্রাতিপাদিক
প্রাতিপাদিক
বিভক্তিহীন নাম - প্রকৃতি বা সাধিত শব্দকে এবং বিভক্তিহীন অথচ প্রত্যয়যুক্ত ধাতু বা ক্রিয়া - প্রকৃতিকে প্রাতিপাদিক বলে। সংক্ষেপে বল্লে, প্রকৃতির সাথে প্রত্যয়ের যোগে যে শব্দ বা ধাতু গঠিত হয় তার নাম প্রাতিপাদিক। 'প্রাতিপাদিক' মানে যা দিয়ে শুরু করা হয়।
নাম - প্রাতিপাদিক
বিভক্তহীন ও প্রত্যয়হীন কংবা বিভক্তিহীন অথচ প্রত্যয়যুক্ত নাম - প্রকৃতিকে নাম প্রাতিপাদিক বলে। যেমন - দোকান + দার = দোকানদার + কে = দোকানদারকে
ক্রিয়া - প্রাতিপাদিক
বিভক্তহীন ও প্রত্যয়যুক্ত ধাতু - প্রকৃতিকে ক্রিয়া - প্রাতিপাদিক বলে। যেমন - কর্ + অ = করা + কে = করাকে
বাংলা ধাতুর গণ
বাংলা ভাষার সমস্ত ধাতুকে ২০টি গণে ভাগ করা হয়েছে। যথা: -
ক্রমিক নং | ধাতুগণ | উদাহরণ |
---|---|---|
১ | হ - আদিগণ | হ (হওয়া), ল (লওয়া) ইত্যাদি। |
২ | খা - আদিগণ | খা (খাওয়া), ধা (ধাওয়া), পা (পাওয়া), যা (যাওয়া) ইত্যাদি। |
৩ | দি - আদিগণ | দি (দেওয়া), নি (নেওয়া) ইত্যাদি। |
৪ | শু - আদিগণ | চু (চোঁয়ানো), নু (নোয়ানো), ছু (ছোঁয়া) ইত্যাদি। |
৫ | কর্ - আদিগণ | কর্ ( করা), কম্ (কমা), গড় (গড়া), চল (চলা) ইত্যাদি। |
৬ | কহ্ - আদিগণ | কহ্ (কহা), সহ্ (সহা), বহ্ (বহা) ইত্যাদি। |
৭ | কাট্ - আদিগণ | গাঁথ্, চাল্, আক্, বাঁধ্, কাঁদ্ ইত্যাদি। |
৮ | গাহ্ - আদিগণ | চাহ্, বাহ্, নাহ্ (নাহান>স্নান) ইত্যাদি। |
৯ | লিখ্ - আদিগণ | কিন্, ঘির্, জিত্, ফির্, ভিড়্, চিন্ ইত্যাদি। |
১০ | উঠ্ - আদিগণ | উড়্, শুন্, ফুট্, খুঁজ্, খুল্, ডুব্, তুল্ ইত্যাদি। |
১১ | লাফা - আদিগণ | কাটা, ডাকা, বাজা, আগা (অগ্রসর হওয়া) ইত্যাদি। |
১২ | নাহা - আদিগণ | গাহা ইত্যাদি। |
১৩ | ফিরা - আদিগণ | ছিটা, শিখা, ঝিমা, চিরা ইত্যাদি। |
১৪ | ঘুরা - আদিগণ | উঁচা, লুকা, কুড়া (কুড়াচ্ছে) ইত্যাদি। |
১৫ | ধোয়া - আদিগণ | শোয়া, খোঁচা, খোয়া, গোছা, যোগা ইত্যাদি। |
১৬ | দৌড়া - আদিগণ | পৌঁছা, দৌড়া ইত্যাদি। |
১৭ | চটকা - আদিগণ | সমঝা, ধমকা, কচলা ইত্যাদি। |
১৮ | বিগড়া - আদিগণ | হিচড়া, ছিটকা, সিটকা ইত্যাদি। |
১৯ | উলটা - আদিগণ | দুমড়া, মুচড়া, উপচা ইত্যাদি। |
২০ | ছোবলা - আদিগণ | কোঁচকা, কোঁকড়া, কোদলা ইত্যাদি। |
Related Question
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
নামপদ
উপপদ
প্রাতিপদিক
উপমিত
বিভক্তিহীন নাম শব্দ কে বলা হয় ?
কারক
বিভক্তি
সমাস
প্রাতিপদিক
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
প্রত্যয়ান্তিক
অনুপাতিক
আনুষাঙ্গিক
প্রাতিপদিক
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
নাম পদ
উপ পদ
প্রাতিপাদক
উপমিত
বিভক্তিহীন নাম শব্দ কে কি বলে?
অনুপাতিক
আনুসাঙ্গিক
প্রাতিপাদিক
প্রত্যয়ান্তিক
কোনটিই নয়
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
বিশেষ্য
সমাস
অব্যয়
প্রাতিপাদিক
কোনোটিই নয়