কোন বর্ণের ধ্বনির আগে ন ণ হয়?
ক বর্গীয়
ট বর্গীয়
চ বর্গীয়
ত বর্গীয়
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন বর্ণের ধ্বনির আগে ন ণ হয়?
ব্যাখ্যা: ণ - ত্ব বিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে 'ন' এর স্থলে সব সময় 'ণ' হয় । যেমন - ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি।
Related Question
কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
সাদা
নীল
লাল
কালো
”উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ষ+ণ
ষ+ন
ষ+ঞ
ষ+ঙ
ব্রহ্মপুত্র শব্দের "হ্ম" যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
ম+হ
হ্+ম
ক্+ষ
ষ্+ণ
'ষ্ণ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
ষ +ণ
ষ +ন
ষ +ঞ
ঞ +ষ
সংস্কৃত প্রয়োগ অনুসারে 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত?
উষ্ম বর্ণ
স্বরবর্ণ
ব্যঞ্জনবর্ণ
ঘোষবর্ন
কোনটিই নয়
'ঞ্ছ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংমিশ্রন ?
ন + হ
ঞ + হ
ঞ + ছ
ন + ছ