”বহুব্রীহি” শব্দের অর্থ কি?

বহুগম

বহুধন

বহুবলে

বহুধান


Description (বিবরণ) :

প্রশ্ন: ”বহুব্রীহি” শব্দের অর্থ কি?

ব্যাখ্যা:

যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি ( ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনটির অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে, এমন লোককে বোঝাচ্ছে।