যে প্রবীণ নয়-- তাকে এক কথায় কি বলে?

বৃদ্ধ

শিশু

নবীন

যুবতী


Description (বিবরণ) :

প্রশ্ন: যে প্রবীণ নয়-- তাকে এক কথায় কি বলে?

ব্যাখ্যা:

যে প্রবীণ নয় - নবীন। নবীন শব্দের অর্থ - নব্য, তরুণ, আধুনিক, তপস্বী ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।


Related Question

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

তিনিই সমাজের মাথা

মাথা খাটিয়ে কাজ করবে

লজ্জায় আমার মাথা কাটা গেল

মাথা নেই তার মাথা ব্যথা

উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------

ড. রমেশচন্দ্র মজুমদার

ড. মাহমুদ হাসান

ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

স্যার এ. এফ. রহমান

'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ

অধিকার অর্থে

বশ অর্থে

অভ্যাস অর্থে

নিপুণতা

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ

ভাঁড়ু দত্ত

চাঁদ সওদাগর

ঈশ্বরী পাটনী

নলকুবের

'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাব ভাচ্য

ক্রিয়া বাচ্য