”এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা”--- গানটির রচয়িতা কে?
আপেল মাহমুদ
গোবিন্দ হালদার
আবদুল জব্বার
হাছনরাজা
Description (বিবরণ) :
প্রশ্ন: ”এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা”--- গানটির রচয়িতা কে?
ব্যাখ্যা: ' এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' - গানটির রচিয়িতা হলেন গোবিন্দ হালদার। গানটির সুরকার ও শিল্পী হলেন যথাক্রমে আপেল মাহমুদ ও রেবেশ সুলতানা। গোবিন্দ হালদার রচিত অন্য একটি বিখ্যাত গান হলো - 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।' এ গানটির সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ।
Related Question
”এক হতে আরম্ভ করে” এক কথায়
একাধারে
ক্রমান্বয়ে
একাতিক্রম্য
একাদিক্রমে
”একাত্তরের চিঠি” কোন জাতীয় রচনা?
মুক্তিযুদ্ধের বিবরণ
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প
মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
”একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
হাসান আজিজুল হক
আহসান হাবীব
আবুল হোসেন
কোনটিই নয়
”একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা?
দলিলপত্র
রচনাবলী
বায়ান্নর প্রবন্ধবলী
কবিতা সংকলন
”একাদশে বৃহস্পতি” এর অর্থ কী?
আশার কথা
সৌভাগ্যের বিষয়
মজা পাওয়া
আনন্দের বিষয়
”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক?
কমেডি
প্রহসন
ট্র্যাজিডি
মেলোড্রামা