'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' - বাক্যটি কার রচনা

আলাওল

ঈশ্বরচন্দ্র গুপ্ত

মাইকেল মধুসূদন দত্ত

শাহাদাৎ হোসেন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' - বাক্যটি কার রচনা

ব্যাখ্যা:

'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' - বাক্যটি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর মানুষ কে কবিতার একটি চরণ।

মানুষ কে? (ঈশ্বরচন্দ্র গুপ্ত)

নিয়ত মানসধামে একরূপ ভাব।
জগতের সুখ - দুখে সুখ দুখ লাভ।।
পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ।
সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।।
নাহি চায় আপনার পরিবার সুখ।
রাজ্যের কুশলকার্যে সদা হাস্যমুখ।।
কেবল পরের হিতে প্রেম লাভ যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?


নাহি চায় রাজ্যপদ নাহি চায় ধন।
স্বর্গের সমান দেখে বন উপবন।।
পৃথিবীর সমুদয় নিজ পরিজন।
সন্তোষের সিংহাসনে বাস করে মন।।
আত্মার সহিত সব সমতুল্য গণে।
মাতাপিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে।।
সকলে সমান মিত্র শত্রু নাহি যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?


অহংকার - মদে কভু নহে অভিমানী।
সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী।।
ভুবন ভূষিত সদা বক্তৃতার বশে।
পর্বত সলিল হয় রসনার রসে।।
মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে।
অঙ্গীকার অস্বীকার নাহি কোন ক্রমে।।
অমৃত নিঃসৃত হয় প্রতি বাক্যে যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?

চেষ্টা যত্ন অনুরাগ মনের বান্ধব।
আলস্য তাদের কাছে রণে পরাভব।।
ভক্তিমতে কুশলগণে আয় আয় ডাকে।।
পরিশ্রম প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে থাকে।
চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা।
যতনে হৃদয়েতে সমুদয় বাসা।।
স্মরণ স্মরণ মাত্রে আজ্ঞাকারী যার।
মানুষ তারেই বলি মানুষ কে আর?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

ঈশ্বরচন্দ্র গুপ্ত (৬ মার্চ ১৮১২ - ২৩ জানুয়ারি ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙ্গালী কবি ও সাহিত্যিক এবং সাংবাদিক । তিনি সংবাদ প্রভাকর (বা 'সম্বাদ প্রভাকর') এর সম্পাদক। কিন্তু ব্যাপক ভাবে বলতে গেলে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তার হাত ধরেই মধ্যযুগের গণ্ডি পেড়িয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামে সমধিক পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো তার পরবর্তী সাহিত্যিকরা ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেছিলেন। তার ছদ্মনাম 'ভ্রমণকারী বন্ধু'। এছাড়া বহুবিধ পত্র - পত্রিকা তিনি সম্পাদনা করেছেন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত

IshwarChandraGupta.jpg
জন্ম ৬ মার্চ ১৮১২

বেঙ্গল প্রেসিডেন্সি

মৃত্যু ২৩ জানুয়ারি ১৮৫৯
নাগরিকত্ব ব্রিটিশ ভারত
পরিচিতির কারণ বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক
সঙ্গী দুর্গামণি দেবী রেবা

Related Question

শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?

সমাচার দর্পন

বাঙ্গাল গেজেট

সংবাদ কৌমুদী

সমাচার চন্দ্রিকা

'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' - বাক্যটি কার রচনা?

শাহাদৎ হোসেন

মাইকেল মধুসূদন দত্ত

ভারতচন্দ্র

ঈশ্বরচন্দ্র গুপ্ত

নিজের 'চেষ্টায়' বড় হও । 'চেষ্টায়' কোন কারক?

কর্মকারক

কর্তৃকারক

করণ কারক

অধিকরণ কারক