কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহিবিশ্বে প্রকাশ করেন?

হেজেল হাস্ব

মাকর্টালি

সাইমন ড্রিং

অ্যান্থনি মাসকারেনহাস


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহিবিশ্বে প্রকাশ করেন?

ব্যাখ্যা:

সাইমন ড্রিং একজন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক, এবং প্রতিবেদন নির্মাতা।

তিনি জন্মগ্রহণ করেন ১১ জানুয়ারি ১৯৪৫ ইংল্যান্ডের ফাকেনহামে।

সঠিক উত্তর - সাইমন ডিং।


Related Question

কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?

জ্যা পল সাত্রে

ক্লডে সিমোন

ডব্লিউ এ এস ওডারল্যান্ড

কেউ নয়

কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়?

লন্ডন

কলকাতা

টোকিও

ওয়াশিংটন

কোনোটিই নয়

'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা নেয়া হয়েছে?

ইংরেজি

ফারসি

পর্তুগিজ

নিজে চেষ্টা করুন

'পিপা' কোন বিদেশি ভাষার শব্দ ?

আরবি

হিন্দি

পর্তুগিজ

তুর্কি