১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন?
Brois Becker
Mechael Stich
Andre Agassi
Stefan Edberg
Description (বিবরণ) :
প্রশ্ন: ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন?
ব্যাখ্যা:
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles - এ কে চ্যাম্পিয়ন হন Andre Agassi.
উইম্বলডন চ্যাম্পিয়নশীপ (ইংরেজি: Wimbledon Championship) বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।
১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডন এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়। একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়। ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
Related Question
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
বার্সিলোনা
জুরিখ
বার্লিন
ব্রাসেলস
১৯৯২ সালে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী রিগোবার্তা থেনসু কোন দেশের নাগরিক?
গুয়েতেমালা
প্যারাগুয়ে
উরুগুয়ে
ভেনিজুয়েলা
১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি শুক্রবার ছিল। তাহলে ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি কি বার ছিল?
শুক্রবার
শনিবার
রবিবার
সোমবার