জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
২২ মে, ২০০৩
২২ মার্চ , ২০০৩
২৩ মে, ২০০৩
২৩ মার্চ , ২০০৩
Description (বিবরণ) :
প্রশ্ন: জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
ব্যাখ্যা:
জাতিসংঘ ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ২২ মে, ২০০৩।
১৯৮২ সালের জুনের মধ্যে ইরান তার হারানো সমস্ত ভূ - খন্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় । এর পরের ৬ বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল। জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় । ২০০৩ সালে দু'দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দীর বিনিময় ঘটে।
Related Question
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
১৯২০
১৯২৫
১৯৪৫
১৯১৯
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কবে’ জয়েন্ট রেসপন্স প্ল্যান’ শুরু করে?
১৯৯২
২০১২
২০১৮
২০২০
কোনোটিই নয়