সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?

নারিকেল জিঞ্জিরা

সোনাদিয়া

কুতুবদিয়া

নিঝুম দ্বীপ


Description (বিবরণ) :

প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?

ব্যাখ্যা:

সেন্টমার্টিন দ্বীপ - এর অপর নাম নারিকেল জিঞ্জিরা।

সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর - পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৩৬ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার - এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।

প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমিদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম।

বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।


Related Question

সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো--

নারিকেল জিঞ্জিরা

ছেড়া দ্বীপ

নিঝুম দ্বীপ

সাংখ্যায়ন চিরি

সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?

সিলিকা বালু

চীনা মাটি

চুনা পাথর

খনিজ বালি

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?

ভোলা

নোয়াখালী

চট্টগ্রাম

কক্সবাজার

সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?

নারিকেল জিনজিরা

সোনাদিয়া

কুতুবদিয়া

নিঝুম -দ্বীপ

সেন্টমার্টিন কি?

বাংলাদেশের একটি দ্বীপ

বাংলাদেশের একটি উপজেলা

ভারতের একটি অঙ্গরাজ্য

ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র