একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিনগুণ বেশি সময় লাগে। পাহাড়ে উঠানামা আর সে সঙ্গে ২ ঘণ্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি লাগে ১৪ ঘণ্টা, তাহলে পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগে?

৭ ঘণ্টা

৯ ঘণ্টা

১০ ঘণ্টা

৬ ঘণ্টা


Description (বিবরণ) :

প্রশ্ন: একটি পাহাড় থেকে নামতে যে সময় লাগে পাহাড়ে উঠতে তার তিনগুণ বেশি সময় লাগে। পাহাড়ে উঠানামা আর সে সঙ্গে ২ ঘণ্টা বিশ্রাম নিয়ে সর্বমোট সময় যদি লাগে ১৪ ঘণ্টা, তাহলে পাহাড়ের মাথায় উঠতে কত সময় লাগে?

ব্যাখ্যা:

মনে করি,

পাহাড় থেকে নামতে সময় লাগে x ঘণ্টা

পাহাড়ে উঠতে সময় লাগে ৩x ঘণ্টা

বিশ্রাম বাদে, উঠানামার মােট সময় = (১৪ – ২) = ১২ ঘণ্টা

প্রশ্নমতে, x + ৩x = ১২

বা, ৪x = ১২

বা, x = ১২/৪

∴ x = ৩ ঘণ্টা

∴ পাহাড়ে উঠতে সময় লাগে = ৩ x ৩ = ৯ ঘণ্টা।


Related Question

কোনটি বাংলাদেশের একটি পাহাড়ী দ্বীপ?

মহেশখালী

হাতিয়া

চরফ্যাশন

ছেড়াদ্বীপ

কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ?

মহেশখালী

হাতিয়া

চরফ্যাশন

ছেড়া দ্বীপ

কোনটিই নয়