কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
গৌড়
সোনারগাঁও
ঢাকা
হুগলী
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
ব্যাখ্যা:
ঢাকা নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল।
সুবাহ বাংলা
সুবাহ বাংলা (ফার্সি: صوبه بنگاله, প্রতিবর্ণী. সূবাহ্ বাঙ্গালাহ্;) বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি মহকুমা, যা ১৬শ থেকে ১৭শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা সালতানাত ভেঙ্গে গেলে এই সাম্রাজ্যের উদ্ভব হয়, এবং সেই সময়ের বিশ্বের অন্যতম বড় এ সাম্রাজ্যটি বিলীন হয়ে যায়। মুঘলেরা বাংলার সমাজ ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। ১৮ শতকের দিকে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের উত্থান ঘটে।
ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য দেশ হিসেবে ধরতো মুঘল বেঙ্গলকে "প্যারাডাইস অফ নেশনস" হিসাবে বর্ণনা করে। মুঘল আমলে বিশ্বের মোট উৎপাদনের (জিডিপির) ১২ শতাংশ উৎপন্ন হত সুবাহ বাংলায়, যা সে সময় সমগ্র ইউরোপের জিডিপির চেয়ে বেশি ছিল। বাংলার পূর্ব অংশ টেক্সটাইল উত্পাদন এবং জাহাজ নির্মাণের মতো শিল্পে বিশ্বব্যাপী বিশিষ্ট ছিল এবং এটি বিশ্বের রেশম এবং সুতির বস্ত্র, ইস্পাত, সল্টপিটার এবং কৃষি ও শিল্পজাতীয় পণ্যগুলির প্রধান রফতানিকারক ছিল।রাজধানী জাহাঙ্গীর নগর, আজকের আধুনিক ঢাকা, এর জনসংখ্যা ১ লাখের বেশি ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যে, মুঘল বাংলা একটি নওয়াব - স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছিল, বাংলার নবাবদের অধীনে এবং ইতিমধ্যে প্রোটো - শিল্পায়ন পর্যবেক্ষণ করে, এটি প্রথম শিল্প বিপ্লবে প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।
১৭৪১ খ্রিস্টাব্দের পর থেকে একাধিক মারাঠা আক্রমণে মুঘল বাংলা বিধ্বস্ত হয়েছিল, যেখানে মারাঠারা প্রায় ৪০০,০০০ বেসামরিক মানুষকে হত্যা করেছিল বলে ধারণা করা হয়। আক্রমণগুলির সমসাময়িক বিবরণীতে মারাঠাদের দ্বারা নারী ও শিশুদের বিরুদ্ধে গণধর্ষণ করা, এবং আক্রান্তদের অঙ্গহানি করার উল্লেখও রয়েছে। যা বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বিজয় লাভ করার পরে সুবাহ বাংলা বেঙ্গল প্রেসিডেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হয়।
বাংলা সুবাহ صوبه بنگاله (ফার্সি) সুবাহ বাংলা (বাংলা) |
|||||
মুঘল সাম্রাজ্য মহকুমা | |||||
|
|||||
পতাকা |
|||||
রাজধানী | ঢাকা মুর্শিদাবাদ রাজমহল তান্ডা |
||||
সরকার | রাজতান্ত্রিক | ||||
ঐতিহাসিক যুগ | আধুনিক যুগের শুরুতে | ||||
• | রাজমহলের যুদ্ধ | ১৬৭৬ | |||
• | পলাশীর যুদ্ধ | ১৭৫৭ | |||
বর্তমানে | বাংলাদেশ ভারত (পশ্চিমবঙ্গ, বিহার, এবং ওড়িশা) অংশ |
সুত্রঃ উইকিপিডিয়া
Related Question
অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) ৪৯তম সম্মেলন কোন নগরীতে অনুষ্ঠিত হয়?
দিল্লি
কাঠমান্ডু
ঢাকা
ব্যাংকক