সনেট কত লাইনে রচিত হয় ?
৮
১২
১৪
১৬
Description (বিবরণ) :
প্রশ্ন: সনেট কত লাইনে রচিত হয় ?
ব্যাখ্যা:
সনেট কবিতার একটি বিশেষ ধরনের রূপকল্প। সনেটে ১৪ পঙক্তি থাকে। প্রথম ৮ পঙক্তিকে বলা হয় অষ্টক ( Octave) এবং শেষ ৬ টি পঙক্তিকে বলা হয় ষটক্ (Sestet)। অষ্টকে যে ভাব প্রকাশিত হয় ষটকে তার সম্প্রসারণ ঘটে।
Related Question
বাংলা সাহিত্য 'সনেট' রচনার প্রবর্তক কে ?
দ্বিজেন্দ্রলাল রায়
রজনীকান্ত সেন
মাইকেল মধুসূদন দত্ত
অতুলপ্রাসাদ সেন
সনেটের প্রথম ভাগে কত লাইন হয়?
১৪
১২
১০
৮
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
মোহিতলাল মজুমদার
কাজী নজরুল ইসলাম
সনেটের ক'টি অংশ?
একটি
দুটি
তিনটি
চারটি
বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনবন্ধু মিত্র
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সনেটের কটি অংশ থাকে?
একটি
দুটি
তিনটি
চারটি