”কবর” নাটকের পটভূমি কী?

স্বাধীনতা যুদ্ধ

ভাষা আন্দোলন

পানিপথের যুদ্ধ

দেশভাগ


Description (বিবরণ) :

প্রশ্ন: ”কবর” নাটকের পটভূমি কী?

ব্যাখ্যা: 'প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ছিল 'ভাষা আন্দোলন। এটি ১৯৫৩ সালে জেলে বসে রচনা করেন। তিনি নাটকটি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead (1936) নাটক অনুসরণে এ দেশীয় ঘটনাকে কেন্দ্র করে রচনা করেন।


Related Question

”কবর” নাটকের রচয়িতা কে?

সিকান্‌দার আবু জাফর

মুনীর চৌধুরী

মমতাজউদ্‌দীন

আব্দুল্লাহ আল মামুন