আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে----
বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
Description (বিবরণ) :
প্রশ্ন: আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে----
ব্যাখ্যা:
আবহাওয়া
আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়া বা ২৫ থেকে ৩০ বছরের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।
Related Question
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে_
বৃষ্টিপাতের সম্ভবনা ৯০%
১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%