কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য?

সুইমিং পুল

পুকুর

নদী

সমুদ্র


Description (বিবরণ) :

প্রশ্ন: কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য?

ব্যাখ্যা: সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় এ পানির ঘনত্ব খুব বেশি এবং পানির ঘনত্ব বেশি হওয়ার কারণেই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ এবং কম আয়াসসাধ্য। কিন্তু সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম হওয়ার কারণে সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে সাঁতার কাটা সমুদ্রের পানির তুলনায় কষ্টকর।


Related Question

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

মহাস্থানগড়ে

শাহজাদপুরে

নেত্রকোনায়

রামপালে

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাব ভাচ্য

ক্রিয়া বাচ্য

গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?

কিউবা

মালয়েশিয়া

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য

আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?

ওয়াশিংটন

মস্কো

লন্ডন

নিউইয়র্ক

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

ইতালী

স্পেন

তুরস্ক

গ্রিস