"Mount Kinabalu" কোন দেশের পর্বতমালা?
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
থাইল্যান্ড
মায়ানমার
Description (বিবরণ) :
প্রশ্ন: "Mount Kinabalu" কোন দেশের পর্বতমালা?
ব্যাখ্যা:
কিনাবালু পর্বত (: Gunung Kinabalu) দক্ষিণ - পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত একটি বিশিষ্ট পর্বত।
পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশে এটির অবস্থান।
এই পর্বত ও আশপাশের এলাকা নিয়ে সংরক্ষিত কিনাবালু পার্ক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কিনাবালু বোর্নিও দ্বীপের ক্রোকার পর্বতশ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ, মালয় দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বত এবং মালয়েশিয়ায় সর্বোচ্চ পর্বত। এছাড়াও চূড়ার বিশিষ্টতার বিচারে মাউন্ট কিনাবালু পৃথিবীর ২০তম বিশিষ্ট পর্বত।