'All The News That is Fit to print' -- এই স্লোগানটি কোন খবরের কাগজের সাথে যুক্ত?
দি ওয়াশিংটন পোস্ট
দি টাইমস
দি নিউইয়র্ক টাইমস
দি ইন্ডিপেন্ডেন্টে
Description (বিবরণ) :
প্রশ্ন: 'All The News That is Fit to print' -- এই স্লোগানটি কোন খবরের কাগজের সাথে যুক্ত?
ব্যাখ্যা:
দ্য নিউ ইয়র্ক টাইমস (লমার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা।
আর্থার অক্স সুল্ৎসবার্গার প্রকাশক এবং এর মালিক দ্য নিউ ইয়র্ক টাইম্স কোম্পানি।
কোম্পানিটি আরও ১৫টি সংবাদপত্র প্রকাশ করে, যাদের মধ্যে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ও বস্টন গ্লোব অন্যতম।
দ্য নিউ ইয়র্ক টাইম্স যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেট্রোপলিটান পত্রিকা।
কাঠখোট্টা অবয়ব ও অঙ্গসজ্জার জন্য পত্রিকাটির ডাকনাম "the Gray Lady।