'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

জার্মানি

ফ্রান্স

যুক্তরাজ্য

বেলজিয়াম


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

ব্যাখ্যা:

ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।


Related Question

ওয়াটার লু কোথায় অবস্থিত?

বেলজিয়ামে

ফ্রান্সে

পর্তুগালে

ইতালিতে

'ওয়াটার লু'র যু্দ্ধের বিজয়ী সেনাপতির নাম--

লর্ড নেলসন

ডিউক অব ওয়েলিংটন

নেপােলিয়ন

জেনারেল আইসেন হাওয়ার

বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'ওয়াটার লু' অবস্থিত ---

ইংল্যান্ডে

ফ্রান্সে

বেলজিয়ামে

অস্ট্রিয়াতে

বিখ্যাত 'ওয়াটার লু ' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

জার্মানি

ফ্রান্স

যুক্তরাজ্য

বেলজিয়াম

'ওয়াটার লু' কোন দেশে অবস্থিত ?

ফ্রান্স

ডেনমার্ক

বেলজিয়াম

জার্মানি

বিখ্যাত যুদ্ধক্ষেত্র ' ওয়াটার লু ' কোথায় অবস্থিত --

ইংল্যান্ডে

নেদারল্যান্ডে

ফ্রান্সে

বেলজিয়াম