আধুনিক কম্পিউটারের জনক কে?
উইলবার রাইট
চার্লস ব্যাবেজ
টিম বার্নার্স লী
জন বেয়ার্ড
Description (বিবরণ) :
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে?
ব্যাখ্যা:
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮২২ সালে গণিত বিষয়ক হিসাবের জন্য উন্নতমানের ডিফারেন্স ইঞ্জিন তৈরির কিছু কাজ করেন। কিন্তু বিপুল পরিমাণ যান্ত্রিক সরঞ্জাম সূক্ষ্মভাবে তৈরি করা সম্ভব না হওয়ায় ডিফারেন্স ইঞ্জিনের চেষ্টা সফল হয় না। এরপর তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন। তিনি তাঁর যন্ত্র তৈরি করতে বিলম্ব হওয়ায় সরকার ১৭০০০ পাউন্ড ব্যয় করার পর অনুদান বন্ধ করে দেয়। চার্লস ব্যাবেজের বাবা স্বচ্ছল ব্যবসায়ী ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি বাবার সম্পত্তির মালিক হন। তিনি ১৮৭১ সালে মৃত্যুর আগ পর্যন্ত নিজ করচে গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের অ্যাালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল। এ জন্য ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
Related Question
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ----
কম্পিউটার
অফসেট পদ্ধতিতে
ফটোলিথোগ্রাফী
প্রসেস ক্যামেরা
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -----
বেডেন পাওয়েল
ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
প্যারেজ দ্য কুয়েলার
জুয়ান এন্টনিও সামারাঞ্চ
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
সৈয়দ আমীর আলী
নওয়াব আবদুল লতিফ
নওয়াব স্যার সলিমুল্লাহ
স্যার সৈয়দ আহমেদ খান
লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
১৮৩০ সালে
১৮৩২ সালে
১৮৩৫ সালে
১৮৩৭ সালে
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ---ব্যাখ্যা উপস্থাপন করেছেন -----
স্টিফেন হকিং
জি লেমেটার
আব্দুস সালাম
এডুইন হাবল