"পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?

স্পৃহা

আসক্তি

অভ্যাস

অভিপ্রায়


Description (বিবরণ) :

প্রশ্ন: "পড়া শেষে খেলতে যাবো"- এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?

ব্যাখ্যা:

"পড়া শেষে খেলতে যাবো" - বাক্যটি দ্বারা অভিপ্রায় লক্ষণ প্রকাশ পেয়েছে। অভিপ্রায় বলতে মূলত ইচ্ছা বা আকাঙ্ক্ষা কে বোঝায়। বাক্যে একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে।