শওকত ওসমানের আসল নাম-

শেখ আজিজুর রহমান

আজিজুর রহমান

শেখ হাবিবর রহমান

আজিজুল হাকিম


Description (বিবরণ) :

প্রশ্ন: শওকত ওসমানের আসল নাম-

ব্যাখ্যা:

শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার কলমি নাম। তিনি একাধারে কথাসাহিত্যিক, চিন্তক ও লেখক। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন একজন উচ্চকিত কণ্ঠের অধিকারী। "ক্রীতদাসের হাসি " তার বিখ্যাত উপন্যাস।


Related Question

কোনটি শওকত ওসমানের রচনা নয়?

চৌরসন্ধি

ক্রীতদাসের হাসি

ভেজাল

বনি আদম

শওকত ওসমানের রচনা কোনটি?

উত্তম পুরুষ

শেষ রজনীর চাঁদ

জননী

চৌচির

শওকত ওসমানের রচনা নয় কোনটি?

পিতল পিঞ্জর

জলাংগী

পিঙ্গল আকাশ

দুই সৈনক

প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?

আবুল ফজল

আব্দুল হাই

কাজেম আল কোরেশী

শেখ আজিজুর রহমান

শওকত ওসমানের রচনা কোনটি?

পিঙ্গল আকাশ

আমলার মামলা

জন অরণ্য

উত্তরাধিকার

শওকত ওসমানের রচনা কোনটি?

উত্তম পুরুষ

জননী

শেষ রজনীর চাঁদ

চৌচির