বাক্য সংকোচন কি?
অসম্পূর্ণ বাক্য
ক্ষুদ্রতম বাক্য
একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
Description (বিবরণ) :
প্রশ্ন: বাক্য সংকোচন কি?
ব্যাখ্যা:
বাক্য সংকোচন শব্দের অর্থ - একটি মাত্র শব্দে বাক্যের ভাব প্রকাশ করা। একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। যেমন:
অনেকের মধ্যে একজন - অন্যতম।
আকাশে বেড়ায় যে - খেচর।
Related Question
'ক্ষমার্হ যোগ্য' -এর বাক্য সংকোচন ------
ক্ষমার্হ
ক্ষমাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি?
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
ক্ষমনীয়
'শক্রকে পীড়া দেয় যে,-এর সঠিক বাক্য সংকোচন হলো-
শক্রঘ্ন
শকুহ্ন
পরন্তপ
জিঘাংসা
বাক্য সংকোচন করুন- "চক্ষু দ্বারা গৃহীত"
প্রত্যক্ষ
চাক্ষুষ
চর্ব্য
সম্মুখে
বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--
চাক্ষুষ
প্রত্যক্ষ
সম্মুখে
চর্ব্য
”গম্ভীর ধ্বনী” এর বাক্য সংকোচন করুন-
মন্ত্র
মন্দ্র
মর্মন্তুদ
মধুপ