শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি।
তিনি স্বস্ত্রীক এসেছেন।
তিনি সাক্ষ্য দেবেন না।
তার কথায় মাধুর্যতা নেই।
Description (বিবরণ) :
প্রশ্ন: শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।
ব্যাখ্যা:
সঠিক বাক্য - " তিনি সাক্ষ্য দেবেন না"।
কারণ, বাক্যটিতে সাধুরীতি ও চলিত রীতির মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষমুক্ত। আবার কর্তার পর ক্রিয়া বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তাই প্রদত্ত বাক্যটি সঠিক।
Related Question
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন -----
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রোর শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
দরিদ্যতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্র্যতাই প্রধান সমস্যা
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
বিরাট গরু -ছাগলের হাট
বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গরু-ছাগলের বিরাট হাট
বিরাট গবাদি পশুর হাট
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
আপনি সপরিবার আমন্ত্রিত
আপনি সপরিবারে আমন্ত্রিত
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
আপনি স্বপরিবার আমন্ত্রিত
নিচের শুদ্ধ বাক্যটি হলো-
ব্যাধিই সংক্রামক,স্বাস্থ্য নয়
জনস্থানে ধূম্রপান নিষেধ
পরিবারের সকলে আজ একত্রিত
বিবাহবার্ষিক উদযাপিত হলো