বাংলায় প্রথম পবিত্র কোরনের অনুবাদক-

মীর মোশাররফ হোসেন

মাওলানা আকরাম খান

মুহাম্মদ হাবিবুর রহমান

গিরিশচন্দ্র সেন


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলায় প্রথম পবিত্র কোরনের অনুবাদক-

ব্যাখ্যা:

গিরিশ চন্দ্র সেন (জন্ম: ১৮৩৪ - মৃত্যু: ১৫ আগস্ট ১৯১০ছিলেন একজন বাঙালি ধর্মবেত্তা, অনুবাদক বহুভাষীক।  ভাই গিরিশচন্দ্র সেন নামেই তিনি বেশী পরিচিতি পেয়েছেন এবং 'মৌলভী'[তথ্যসূত্র প্রয়োজনউপাধিও পেয়েছেন। বাংলা ভাষাভাষী জনসাধারনের নিকট প্রথম বাংলা ভাষায় পুর্নাঙ্গ কুরআন অনুবাদ প্রকাশের কৃতিত্ব তাকে দেয়া হয় তিনি আরবি, ফার্সি, উর্দু এবং ইসলামী বিষয়াবলী সমন্ধেও পান্ডীত্য অর্জন করেছিলেন  তিনি কুরআন শরীফের সম্পূর্ণ অংশ,  মিশকাত শরীফের প্রায় অধিকাংশ, হাদিস, তাজকিরাতুল আউলিয়া,  দিওয়ান - - হাফিজ,  গুলিস্তাঁ,  বুঁস্তা,  মকতুব্বত - - মাকদুস,  শারফ উদ্দিন মুনিবী,  মসনভী - - রুমী,  কিমিয়া - - সাদত,  গুলশান - - আসরার ইত্যাদিসহ বহু ইসলামি গ্রন্থ বাংলায় অনুবাদ করেন