ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?
এ কে ফজলুল হক
হোসেন শহীদ সোরাওয়ার্দী
স্যার সৈয়দ আহমদ খান
স্যার সলিমুল্লাহ
Description (বিবরণ) :
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?
ব্যাখ্যা:
খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ (৭ জুন ১৮৭১ - ১৬ জানুয়ারি ১৯১৫।
ঢাকার নবাব ছিলেন। তার পিতা নবাব খাজা আহসানউল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি।
তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন
Related Question
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---
১৮৯৭ সালে
১৯০২ সালে
১৯২১ সালে
১৯০৫ সালে
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন----
শায়েস্তা খান
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ খান
খান সাহেব আবুল হাসনাত
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ. এফ. রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?
খুদা কমিশন
নাথান কমিশন
ম্যাকলি কমিশন
মেটকাফ কমিশন
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
১২০৬ খ্রিঃ
১৩১০ খ্রিঃ
১৫২৬ খ্রিঃ
১৬১০ খ্রিঃ
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----
এগার সিন্দুর এক্সপ্রেস
পারাবত এক্সেপ্রেস
উপকূল এক্সপ্রেস
সৈকত এক্সপ্রেস