হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----
দৌলত উজীর বাহরাম খান
সৈয়দ সুলতান
আব্দুল করিম সাহিত্যে বিশারদ
আলাওল
Description (বিবরণ) :
প্রশ্ন: হিন্দী 'পদুমাবৎ ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা -----
ব্যাখ্যা:
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
মালিক মোহাম্মদ জয়সীর হিন্দি " পাদুমাবৎ" থেকে আলাওল 'পদ্মাবতী ' অনুবাদ করেন।।