”আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”-- চরণ দুটির রচয়িতা কে?

প্রমথ চৌধুরী

নির্মলেন্দু গুণ

হাছন রাজা

লালন শাহ


Description (বিবরণ) :

প্রশ্ন: ”আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”-- চরণ দুটির রচয়িতা কে?

ব্যাখ্যা:

লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবংবাউল - সম্রাটহিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে