অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?

বঙ্কিমচন্দ্র

সত্যেন্দ্রনাথ দত্ত

মধুসূদন দত্ত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


Description (বিবরণ) :

প্রশ্ন: অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?

ব্যাখ্যা:

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎ যুগের পরে বাংলা সাহিত্য অনেক সমৃদ্দ হয়েছে। অনেক প্রসার ঘটেছে। কিন্তু শরৎ - এর মতো শব্দের দানা দিয়ে মানুষের জীবন চিত্র কেউ আঁকতে পারেনি। কল্পনার জগতে তিনি বাস্তবের একটা প্রতিচ্ছবি দেখতেন। আর রঙ তুলি ছাড়াই সে চিত্র আঁকতেন। যেখানে ফুটে উঠত মানুষ জীবনের হাসি কান্না দুঃখ বেদনা। আর প্রেম। সে তো তার কল্পনায় ভিন্নমাত্রায় ফুটে উঠেছে। শরৎচন্দ্রের মতো হয়ত এমন ছবি কেউ আঁকতে পারেননি। সেজন্যই শরৎ আজও বাংলা সাহিত্যের পাঠকদের কাছে অপরাজেয়


Related Question

অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?

১৬ ডিসেম্বর ১৯৭৯

২৬ ডিসেম্বর ১৯৭৯

১ জানুয়ারি ১৯৮০

২১ ফেব্রুয়ারি ১৯৮০

”অপরাজেয় বাংলা”র ভাস্কর কে?

শিল্পী হামিদুজ্জামান খান

ভাস্কর নভেরা আহমেদ

ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালিদ

ভাস্কর শামীম শিকদার

'অপরাজেয় বাংলা ' কি?

একটি পুস্তকের নাম

মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি ভাস্কর্য

একটি সড়কের নাম

একটি ছায়াছবির নাম

অপরাজেয় বাংলা ভঙ্কর্যটি কে নির্মাণ করেন?

হামিদুর রহমান

শামীম সিকদার

সৈয়দ আবদুল্লাহ খালিদ

মুস্তফা মনোয়ার

অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

রাজশাহী বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়

স্থপত্য ' অপরাজেয়' বাংলার স্থপতি কে?

মইনুল হোসেন

তানভীর কবির

শামীম শিকদার

সৈয়দ আবদুল্লাহ খালেদ