উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -----

অব্যয় ও শব্দাংশে

নতুন শব্দ গঠনে

উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে

ভিন্ন অর্থ প্রকাশে


Description (বিবরণ) :

প্রশ্ন: উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -----

ব্যাখ্যা:

যেসব অব্যয় শব্দ বা ধাতুর পূর্বে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ও নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ । অন্যদিকে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন - কাঁদ্ + অন = কাঁদন এখানে 'অন' প্রত্যয়'। সুতরাং উপরিউক্ত প্রশ্নে (গ) - ই যথার্থ উত্তর ।


Related Question

সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?

বারোটি

ষোলটি

কুড়িটি

চল্লিশটি

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ----

অব্যয় ও শব্দাংশ

নতুন শব্দ গঠনে

উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

ভিন্ন অর্থ প্রকাশে

উপসর্গের কাজ কী?

নতুন শব্দ গঠন

ভাবের পার্থক্য নিরূপণ

অর্থ পরিবর্তন

বর্ণ সংস্করণ

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -

উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে

অব্যয়ে

নতুন শব্দ গঠনে

ভিন্ন অর্থ প্রকাশে