”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য?
যৌগিক বাক্য
জটিল বাক্য
সরল বাক্য
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: ”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য?
ব্যাখ্যা:
যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি, অথচ অব্যয় যোগে সংযুক্ত থাকে। যেমন:তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নি।
Related Question
”তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি”-এটি কোন শ্রেণীর বাক্য?
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
ব্যাস বাক্য
Translate the sentence into English--- ”তার সব চেষ্টাই ব্যর্থ হলো”--
All his efforts ended in smoke
All his efforts ended in the smoke
All his efforts ended in a smoke
All his efforts ended by the smoke
”তারাপুরী” কী?
উন্নতজাতের বেগুন
তারকালোক
উন্নজাতের আম
মহাকাশে তারার মেলা
”তার বয়স বেড়েছে’ কিন্তু বুদ্ধি বাড়েনি” -এটি কোন ধরনের বাক্য?
সরলবাক্য
মিশ্রবাক্য
যৌগিক বাক্য
বৈপরীত্যমূলক বাক্য
”তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি” এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরীত্যমূলক বাক্য