যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----
স্বরবৃত্ত
পয়ার
মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত
Description (বিবরণ) :
প্রশ্ন: যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় -----
ব্যাখ্যা:
যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয়, শ্বাসঘাত পরে,
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
Related Question
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
তিনিই সমাজের মাথা
মাথা খাটিয়ে কাজ করবে
লজ্জায় আমার মাথা কাটা গেল
মাথা নেই তার মাথা ব্যথা
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল----
ইংরেজরা
ওলন্দাজরা
ফরাসিরা
পর্তুগিজরা
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর------
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ. এফ. রহমান
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ
অধিকার অর্থে
বশ অর্থে
অভ্যাস অর্থে
নিপুণতা
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ
ভাঁড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাব ভাচ্য
ক্রিয়া বাচ্য