লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -----

পরীবিবি

ইরান দুখ্‌ত

জাহানারা

মরিয়ম


Description (বিবরণ) :

প্রশ্ন: লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম -----

ব্যাখ্যা:

পরিবিবি (যার অন্য নাম ইরান দুখত রাহমাত বানু) ছিলেন বাংলার মুঘল শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরংগজেবের পুত্র শাহজাদা আজম এর সাথে ১৬৬৮ ইং সালের ৩ মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মানাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধীস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়।

Related Question

লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

শায়েস্তা খান

শাহ সুজা

টিপু সুলতান

ইসলাম খান

লালবাগ কেল্লা কোথায় অবস্থিত?

দিল্লি

আগ্রা

নাগপুর

ঢাকা

ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন :

শাহ সুজা

শায়েস্তা খান

মীর জুমলা

সুবেদার ইসলাম খান

নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ?

পরী বিবির মাজার

ছোট কাটরা

ষাট গম্বুজ মসজিদ

বড় কাটরা

লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?

শায়েস্তা খান

যুবরাজ মোহাম্মদ আযম

হোসেন শাহ্

সুবাদার ইসলাম খান