' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা------

লালন শাহ

সিরাজ সাঁই

মদন বাউল

পাগলা কানাই


Description (বিবরণ) :

প্রশ্ন: ' কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' এই পংক্তিটি নিচের একজনের লেখা------

ব্যাখ্যা:

লালন (জন্ম: ১৭৭২ খ্রি. - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০ খ্রি.) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।


Related Question

' মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি ----

জটিল বাক্য

যৌগিক বাক্য

সরল বাক্য

মিশ্র বাক্য

”স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না” - পালিয়ে কোন কারকে কী বিভক্তি?

কর্মে ষষ্ঠী

করণে তৃতীয়া

অপাদানে সপ্তমী

অধিকরণে শূণ্য

পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে , সেই তালির শব্দ জোরে শুনতে পাবে-

ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি

সকলেই জোরে শব্দ শুনতে পাবে

পানির তীরে দাঁড়ানো ব্যক্তি

ডুবন্ত অবস্থায় কেউ শব্দ শুনতেই পাবে না