' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহাম্মদ মনিরুজ্জামান
সত্যেন্দ্রনাথ দত্ত
নির্মলেন্দু গুণ
Description (বিবরণ) :
প্রশ্ন: ' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----
ব্যাখ্যা:
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।
Related Question
The correct translation of "দুঃখের প্রয়োজনীয়তা মধুর” is-
Sweet are the uses of adversity
Sweet is the uses of adversity
Sweet uses of adversity
Sweet do not use the adversity
যদুর বেতন মধুর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে মধুর বেতন যদুর চেয়ে কত টাকা কম?
২৫.৫০
২৫.৯৩
২৭.০০
৩০.২৫
’অব্যক্ত মধুর ধ্বনি’ কে এক কথায় বলে-
রিনিঝিনি
শিঞ্চন
কলতান
নিক্কন
বাঁশি বাজে ঐ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?
কর্তৃকর্মবাচ্যের
কর্ম
কর্তৃ
ভাব
বাঁশি বাজে এ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?
কর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্মবাচ্য
কর্ম-কর্তৃবাচ্য