' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----

রবীন্দ্রনাথ ঠাকুর

মোহাম্মদ মনিরুজ্জামান

সত্যেন্দ্রনাথ দত্ত

নির্মলেন্দু গুণ


Description (বিবরণ) :

প্রশ্ন: ' মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। --- কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা -----

ব্যাখ্যা:

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: ফেব্রুয়ারি ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়।


Related Question

The correct translation of "দুঃখের প্রয়োজনীয়তা মধুর” is-

Sweet are the uses of adversity

Sweet is the uses of adversity

Sweet uses of adversity

Sweet do not use the adversity

’অব্যক্ত মধুর ধ্বনি’ কে এক কথায় বলে-

রিনিঝিনি

শিঞ্চন

কলতান

নিক্কন

বাঁশি বাজে ঐ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?

কর্তৃকর্মবাচ্যের

কর্ম

কর্তৃ

ভাব

বাঁশি বাজে এ মধুর লগনে-এটি কোন বাচ্যের উদাহরণ ?

কর্তৃবাচ্য

ভাববাচ্য

কর্মবাচ্য

কর্ম-কর্তৃবাচ্য