এর কোনটির ওপর বাংলাদেশের অবস্থান-

ট্রপিক অব ক্যাপ্রিকন

ট্রপিক অব ক্যানসার

ইকুয়েটর

আর্কটিক সার্কেল


Description (বিবরণ) :

প্রশ্ন: এর কোনটির ওপর বাংলাদেশের অবস্থান-

ব্যাখ্যা:

নিরক্ষরেখার ২৩.৫° উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫° দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০° দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।


Related Question

'শকুনি মামা' এর অর্থ কি?

কুৎসিত মামা

সৎ মামা

কুচক্রী লোক

পাতানো মামা

সার্ক-এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়---

১৯৮৪ সালে

১৯৮৭ সালে

১৯৮৫ সালে

১৯৮৬ সালে

পিএলও-এর সদর দপ্তর---

তিউনিস

ফিলিস্তিন

বেনগাজি

মরক্কো

আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?

ওয়াশিংটন

মস্কো

লন্ডন

নিউইয়র্ক

সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -----

ট্রান্সফরমার

জেনারেটর

স্টোরেজ ব্যাটারি

ক্যাপাসিটার