ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----
রাজা ত্রিদিব রায়
রাজা ত্রিভুবন চাকমা
জুম্মা খান
জান বখশ খাঁ
Description (বিবরণ) :
প্রশ্ন: ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----
ব্যাখ্যা:
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম - - - - - জান বক্স খাঁ
ইংরেজরা ক্ষমতায় আসার পর চাকমাদের উপর করের পরিমাণ বাড়িয়ে দেয় এই অবস্থায় ১৭৭৬ সালে চাকমা রাজা শের দৌলত এবং তার সেনাপতি রামুর নেতৃত্বে প্রথমবার বিদ্রোহ হয় এবং ১৭৮২ এবং ১৭৮৪ সালে সেনাপতি রামুর পুত্র জান বক্স খাঁ আর ও দুইবার বিদ্রোহ করেন।
Related Question
কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন?
মীর মোশারফ হোসেন
দ্বীনবন্ধু মিত্র
হরিশ্চন্দ্র মিত্র
মানিক বন্দোপাধ্যায়
গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
মি. জে এইচ বি হেলেন
লর্ড লিনলিথগো
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
২০০৩ সালের ১৮ মার্চ
২০০৩ সালের ২০ মার্চ
২০০৩ সালের ২২ মার্চ
২০০৩ সালের ২৪ মার্চ
কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমনে
দারিদ্র
নতুন চাঁদ
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
লর্ড কার্জন
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড বেন্টিঙ্ক
লর্ড ওয়াভেল