কোন শব্দযুগল সমার্থক নয়?
অটবি, বিটপী
হেম, সুবর্ণ
তটিনী, ঝর্ণা
ধরা, মেদিনী
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন শব্দযুগল সমার্থক নয়?
ব্যাখ্যা:
অটবি শব্দের সমার্থক শব্দ - বন, অরণ্য, বিপিণ, জঙ্গল, কানন, কান্তার, বনানী, গহন, কুঞ্জ ইত্যাদি।
বিটপী শব্দের সমার্থক শব্দ - বৃক্ষ, গাছ, তরু, পাদপ, দ্রুম, শাখরী, শৃঙ্গী ইত্যাদি।
তাই সঠিক উত্তর : অটবি, বিটপী।
Related Question
কোন শব্দযুগলটি ভিন্ন ?
False , True
Sharp , Blunt
Love, Affection
Abundance , Scarcity
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক ?
মৃদু -সৌম্য
উন্মীলন -নিমীলন
অনৈক্য -বিভেদ
অনাবৃত উন্মুক্ত
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কদাচার-সদাচার
কম-বেশি
কুটিল-সরল
নিচের কোন শব্দযুগল সমার্থক?
মহি, বারুণ
পর্ণীম ,বর্হী
সুকান্ডূ, যুঝ
রাত্রিহাস, কঞ্জ