'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?

শওকত ওসমান

আবু ইসহাক

আখতারুজ্জামান

হুমায়ুন আহমেদ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'আগুনের পরশমনি' চলচিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত?

ব্যাখ্যা:

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা কাহিনি অবল্বনে 'আগুনের পরশমণি ' চলচ্চিত্রটি নির্মিত। হুমায়ূন আহমেদ পরিচালিত ৮টি চলচ্চিত্র রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র' আগুনের পরশমণি '(১৯৯৪) তার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র। হুমায়ূন আহমেদ নিজেই পরিচালনা করেন।


Related Question

”আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কি?

মুক্তিযুদ্ধ

ভাষা আন্দোলন

বঙ্গ ভঙ্গ আন্দোলন

তেভাগা আন্দোলন

আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?

বঙ্গভঙ্গ

তেভাগা আন্দোলন

মুক্তিযুদ্ধ

ভাষা আন্দোলন