কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?

শূণ্য

ত্রিভুজ

পূন্য

ভূবন


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?

ব্যাখ্যা: প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে শ্বন + য = শূন্য, পূ + উন্য = পুণ্য ও ভূ + অন = ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।


Related Question

কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?

পূবালী

যুধ্যমান

আকাঙ্ক্ষা

আশিস

কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?

শরৎচন্দ্র

বন্দোপাধ্যায়

দূর্যোগ

সান্ত্বনা

অভিধানে কোন শব্দটি আগে আসবে?

চাঁপা

চানা

চালা

চাঁটি