পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?

তৎপুরুষ

কর্মধারয়

অব্যয়ীভাব

বহুব্রীহি


Description (বিবরণ) :

প্রশ্ন: পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?

ব্যাখ্যা: পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।


Related Question

”পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?

দ্বিতীয়া তৎপুরুষ

অলুক দ্বন্দ্ব

ষষ্ঠী তৎপুরুষ

কর্মধারয়