'উদার' -এর বিপরীতার্থক শব্দ -
কঠিন
কোমল
সংকীর্ণ
হৃদয়বান
Description (বিবরণ) :
প্রশ্ন: 'উদার' -এর বিপরীতার্থক শব্দ -
ব্যাখ্যা:
উদার শব্দের অর্থ - মহৎ, উচ্চ, প্রশস্ত, দানশীল, সংকীর্ণতাশূণ্য ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
সংকীর্ণ শব্দের অর্থ - অনুদার, সংকুচিত, সমাকীর্ণ, অপ্রশস্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই উদার শব্দের বিপরীত শব্দ সংকীর্ণ।
Related Question
নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?
নিষ্কর
পরস্পর
সন্তাপ
ষষ্ঠ
নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?
তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে
উদারের বিপরীত শব্দ হলো ---
সাবলীল
সংকীর্ণ
মহান
অসৎ
নিকৃষ্ট
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাসের গঠণ উদারণ
সকাল
সততা
একাল
সমস্যা
কোনটি বহুব্রীহি সমাসের উদারন?
তেমাথা
চৌরাস্তা
দশানন
বিরানব্বই