বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----
ইউরোপের হল্যান্ড থেকে
দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
আফ্রিকার মিশর থেকে
এশিয়ার থাইল্যান্ড
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----
ব্যাখ্যা:
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল - - - - - ইউরোপের হল্যান্ড থেকে।
আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় (tuber) এক প্রকারের সবজি, যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম।
আন্দেস পার্বত্যাঞ্চলের আশেপাশের এলাকা আলুর বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। ৪০০ বছরেরও কিছু বেশি পূর্বে ষোড়শ শতাব্দীর প্রথমদিকে স্পেনীয়রা যখন আন্দেস পর্বত এলাকায় পৌঁছয়, তখনই তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে; তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল।
Related Question
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
হামিদুজ্জামান খান
আবদুস সুলতান
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড
সশ্রম কারাদন্ড
যাবজ্জীবন কারাদণ্ড
জরিমানা
নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল-----
ফিলিপাইন
জাপান
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
মকরক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা