'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?
বিখ্যাত একটি কাব্যগ্রন্থ
এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?
ব্যাখ্যা:
বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
Related Question
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?
একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক