সবচেয়ে মুল্যবান ধাতু কোনটি ?
লিথিয়াম
পটাসিয়াম
প্লাটিনাম
এ্যলুমিনিয়াম
Description (বিবরণ) :
প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু কোনটি ?
ব্যাখ্যা:
প্লাটিনাম
প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt। এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ । এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু । প্রায় ইউরেনিয়াম, সিলভার, ইরিডিয়াম এর সাথে একে তুলনা করা হয়।
Related Question
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
নিউইয়র্ক
মুম্বাই
সাংহাই
ঢাকা
বাংলদেশ বিদেশী বিনিয়োগের পরিমান সবচেয়ে বেশি কোন দেশের?
জাপান
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
রাজশাহী
ফরিদপুর
রংপুর
যশোর
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
রংপুর
ময়মনসিংহ
টাঙ্গাইল
ফরিদপুর
নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?
অর্থনৈতিক মন্দা
মুদ্রাস্ফীতি
মূল্যহ্রাস
বাজেট ঘাটতি
১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি ----
হংকং (চীন)
নিউইয়র্কে
তেহরানে
আবিদজানে