আমিষ বেশি কোনটিতে-

ইলিশ মাছ

মসুর দাল মুগডাল

মুগডাল

মুরগীর মাংস


Description (বিবরণ) :

প্রশ্ন: আমিষ বেশি কোনটিতে-

ব্যাখ্যা:

প্রাণী ও উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমানে আমিষ পাওয়া যায়।

পরিমাণের ওপর ভিওি করে আমিষ বেশি পাওয়া যায় -

সয়াবিন তেল> সীমের বীচি>মসুরের ডাল/অন্যান্য ডাল> গরুর মাংস

প্রতি ১০০ গ্রামে মসুর ডালে আমিষের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম।

সূত্র: জীববিজ্ঞান ৯ম - ১০ ম শ্রেণি


Related Question

নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

ট্রিপসিন

লাইপেজ

টায়ালিন

অ্যামাইলেজ

কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ ?

কল

লিচু

জাম

কাঁঠাল

নিচের কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ?

আম

কাঁঠাল

লিচু

তরমুজ