এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?
প্রাস্টিক
রাবার
গ্লিসারিন
কাগজ
Description (বিবরণ) :
প্রশ্ন: এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?
ব্যাখ্যা:
প্রাকৃতিক রাবার জৈব আইসোপ্রিনের একটি পলিমার যা প্রকৃতিতে রাবার গাছের সাদা,ঘন, আঠালো তরল নিঃসরণ হিসেবে আহরণ করা হয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দুইটি দেশ। বাকি পদার্থ গুলো প্রকৃতিতে পাওয়া যায় না।
Related Question
এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?
গ্রিনল্যান্ড
রাশিয়া
গুয়েতেমালা
ভেনিজুয়েলা
এর মধ্যে কোনগুলো দন্ত ধ্বনি?
ক খ গ ঘ ঙ
ত থ দ ধ ন
ট ঠ ড ঢ ণ
প ফ ব ভ ম
এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
মালদ্বীপ
মাদাগাস্কার
মরিশাস
মাল্টা
Keyboard এবং CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
Simplex
Duplex
Half Duplex
Triplex