বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ?
৬১৩৫ বর্গকিলোমিটার
১৩১৩৫ বর্গকিলোমিটার
১৯৪৬৭ বর্গকিলোমিটার
২৫৬০২ বর্গকিলোমিটার
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গকিলোমিটার পেয়েছে ?
ব্যাখ্যা:
প্রশ্ন : বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে ?
উত্তর: হাজার 19467 বর্গ কিলোমিটার
ব্যাখ্যা: বাংলাদেশ - ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমা ছিল 25, 6002 বর্গকিলোমিটার। 7 জুলাই 2014 হেগভিত্তিক স্থায়ী সালিসি আদালত কর্তৃক এক রায় বাংলাদেশ অর্জন করে বিরোধপূর্ণ এলাকার 19, 467 বর্গকিলোমিটার এবং ভারত 6, 135 বর্গ কিলোমিটার।
Related Question
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----
১৭ এপ্রিল ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১১ এপ্রিল ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----
১৭ এপ্রিল ১৯৯১
১৬ ডিসেম্বর ১৯৭২
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭৩
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
চট্টগ্রামে
বগুড়ায়
সোনারগাঁওয়ে
রামপালে
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----
বিজয়পুরে
রানীগঞ্জে
টেকেরহাটে
বিয়ানী বাজারে
১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
শামীম সিকদার
সৈয়দ আব্দুল্লাহ খালেদ
হামিদুজ্জামান খান
আবদুস সুলতান
বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
১৯৭৫
১৯৭১
১৯৭৩
১৯৭৪