আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?

অস্ট্রলিয়া

ফ্রান্স

জাপান

নিউজল্যান্ড


Description (বিবরণ) :

প্রশ্ন: আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' কে দেয়?

ব্যাখ্যা:

আমেরিকাকে ;স্ট্যাচু অব লিবার্টি' ফ্রান্স দেয়।

স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।

এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।


Related Question

আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ফ্লোরিডা

পক

জিব্রাল্টার

বেরিং

কোন রাষ্ট্র Statue of Liberty আমেরিকাকে উপহার দেয়?

জার্মানি

ফ্রান্স

ইংল্যান্ড

কোনোটিই না

আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ফ্লোরিডা

পা

জিব্রাল্টার

বেরিং

উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে ---

বেরিং প্রণালী

পানামা যোজক

গ্রেট লেকস্‌

ফ্লোরিডা প্রণালী