" নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ -
প্রচন্ড ধাক্কা
বিপদ
সঞ্চয়ের প্রবৃত্তি
তীরে পৌছার ঝক্কি
স্পর্ধা বৃদ্ধি
Description (বিবরণ) :
প্রশ্ন: " নিরানব্বইয়ের ধাক্কা " বাগধারটির অর্থ -
ব্যাখ্যা:
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান । ] নিরানব্বইয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি) : এমনই তার নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষ স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।